logo
news image

ঈশ্বরদী রেল পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন

ঈশ্বরদী (পাবনা)  সংবাদদাতাঃ

'মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি' এই স্লোগানে ঈশ্বরদীতে রেল পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১  উদযাপিত হয়েছে।  ঈশ্বরদী রেল ষ্টেশনে শনিবার (৩০ নভেম্বর)  সকালে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি বের করা হয়।


র‌্যালি শেষে ষ্টেশনের প্লাটফর্মে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  প্রধান অতিথি ছিলেন রেলওয়ের পাকশী জেলার পুলিশ সুপার শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পাকশী বিভাগীয় রেওয়ের সহকারি বাণিজ্যিক কর্মকর্তা  এ কে এম নূরুল আলম ও রেল নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদী চৌকির প্রদান পরিদর্শক ফিরোজ আহমেদ। সভাপতিত্ব করেন রেল কমিউনিটি পুলিশের ঈশ্বরদী শাখার সভাপতি আসাদুর রহমান বিরু। সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র কর্মকার।

সমাবেশে পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা,  রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য