logo
news image

যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর ২০২১) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারত, প্রতিমন্ত্রীর গৌরীপুরস্থ বাসভবনে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনর রশিদ পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বারী বাবলা, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম বিপ্লব, এমরান আলী, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা ভুবন, রবি ইসলাম রাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রনজু।
আরোও উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মিরাজুল ইসলাম, লালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশিকুর রহমান মুক্তি, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ।

সাম্প্রতিক মন্তব্য

Top