অবৈধভাবে আখ মাড়াইকালে পাওয়ার ক্রাশার জব্দ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অবৈধভাবে আখ মাড়াইয়ে ব্যবহৃত ৪টি পাওয়ার ক্রাশার (যন্ত্রচালিত আখমাড়াই কল) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর ২০২১) উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকার আব্দুলপুর ও কেশবপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় বসির উদ্দিন, হাফিজুর রহমান, জাহাঙ্গীর ও হাবিবুর রহমানের বাড়ি থেকে পাওয়ার ক্রাশার ৪টি জব্দ এবং গুড় তৈরীর অন্যান্য উপকরণ ধ্বংসের আদেশ দেন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিল এলাকায় আখ মাড়াই নিষিদ্ধ। আর অপরিপক্ক আখমাড়াইয়ে কৃষক নিজে ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি পর্যান্ত আখের অভাবে চিনিকলের লক্ষমাত্রা অর্জন ব্যহত হবে।
সাম্প্রতিক মন্তব্য