লালপুরে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার গোধড়া এলাকা থেকে ৪ কেজি শুকনো গাজাসহ মাদক ব্যবসায়ী সুমন আলী (২৮) কে গ্রেফতার করেছে ওয়ালিয়া পুলিশ ফাড়ি। সে ওই একই উপজেলার গোধড়া দক্ষিন পাড়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে লালপুর থানা পুলিশ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে আদালতে প্রেরণ করেছেন। লালপুর থানা ও পুলিশ ফাড়ি সুত্রে জানা যায়, সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ওয়ালিয়া পুলিশ ফাড়ি ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্ব একদল পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোধড়া দক্ষিন পাড়া গ্রামের মোতালেবের বাড়ির পাশে অভিযান পরিচালনার করে। এ সময় মাদক ব্যবসায়ী সুমন আলী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে, তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৪ কেজি গাজা উদ্ধার করে।
এব্যাপারে ওয়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান আসামি একজন নিয়মিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য