logo
news image

ইউপি নির্বাচনে প্রচারণায় ৭৯ চেয়ারম্যান প্রার্থী

ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৭৯জন চেয়ারম্যান প্রার্থী প্রচারণায় নেমেছেন। ক্ষমতাসীন দলের সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা গণসংযোগ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন জমজমাট হয়ে উঠেছে জনপদ। তবে বিএনপির প্রার্থীরা এখনো প্রকাশ্য প্রচারণায় না থাকলেও গোপনে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) ঘোষিত তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ ২৮ নভেম্বর।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনের তফসিল ঘোষণার পর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আরো বেশি দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা আগেভাগেই ভোটারদের মন জয় করতে আটঘাট বেঁধে নেমে পড়েছেন। গ্রামের চায়ের দোকানগুলো নির্বাচনী আলোচনায় সরগরম হয়ে উঠছে। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ভোটারদের মাঝে আলোচনা ও হিসাব-নিকাশ চলছে।
প্রার্থীদের ফেসবুক, পোষ্টার, বাড়িবাড়ি গিয়ে দোয়া প্রার্থী, মোবাইল যোগাযোগ, উঠান বৈঠক ও রাজনৈতিক সভা-সমাবেশ, গণসংযোগ করে নিজের যোগ্যতা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। মোটরসাইকেল শো-ডাউন করে এলাকায় একাধিক বার জানান দিচ্ছেন। অনেকেই ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতা ও মনোনয়ন সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের জন্য তদবির-সুপারিশ করছেন।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা নেতা-কর্মী বর্তমান ও সাবেক সংসদ সদস্য সমর্থিত দুই ভাগে বিভক্ত। উভয় গ্রুপের একাধিক প্রার্থীর নামের তালিকা মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, উপজেলার ১০টি ইউনিয়নেই রয়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক চেয়ারম্যান প্রার্থী। তাঁরা এলাকায় গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। আবার কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন। তা ছাড়া স্থানীয় সাংসদ এলাকায় এলে তাঁর সঙ্গেও দেখা করছেন।
সরেজমিন তথ্য অনুসন্ধানে দেখা যায়, লালপুর ইউনিয়নে প্রচারণায় নেমেছেন ৯জন। তারা হলেন, আবু বক্কর সিদ্দিক পলাশ, মনোয়ার হোসেন নান্টু, তোহিদুল ইসলাম বাঘা, তায়েজ উদ্দিন, সোলাইমান হোসেন রিপন, আওলাদ হোসেন, বিপ্লব হোসেন, হুমায়ুন কবির ও মাহবুবুর রহমান আকবর।
ঈশ্বরদী ইউনিয়নে প্রচারণা চালাচ্ছেন ৯জন। তারা হলেন, সেলিম রেজা, চম্পা জামান, আমিনুল ইসলাম জয়, সোহেল রানা কনক, শফিকুল ইসলাম স্বপন, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, ইমরান আলী ও রবিউল ইসলাম।
চংধুপইল ইউনিয়নে ৮জন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তারা হলেন, আবু আল বেলাল, শাহাবুদ্দিন আহমেদ মিল্টন, মোজাম্মেল হক মাস্টার, রেজাউল করিম, মোজাম্মেল হক, শাহজাহান আলী, আলতাফ হোসেন ও আব্দুল্লাহ্ আল মামুন অরেঞ্জ।
আড়বাব ইউনিয়নে মাঠে আছেন ১১ জন। তারা হলেন, সাইফুল ইসলাম, ইমদাদুল হক, গোলাম মোস্তফা, আফজালুর রহমান, আশরাফুল ইসলাম ঝন্টু, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, এনামুল হক, মোখলেসুর রহমান ও গোলাম মোস্তফা বাদশা।
বিলমাড়ীয়া ইউনিয়নে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ১০জন। তারা হলেন, মিজানুর রহমান মিন্টু, আব্দুল হাকিম, ইউসুফ আলী, আসলাম উদ্দিন, পারভীন আকতার বানু, সেন্টু আলী, হালিমুজ্জামান, শাহিনুর রহমান মাসুদ, শফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম ওপি।
দুয়ারিয়া ইউনিয়নে ৭জন প্রচারণায় আছেন। তারা হলেন, আতাউর রহমান জার্জিস, নুরুল ইসলাম লাভলু, কুদরাত-ই-খুদা পনির, রুহুল আমীন, মিজানুর রহমান নান্টু, শরিফুল ইসলাম ও মখলেছুর রহমান।
ওয়ালিয়া ইউনিয়নে নির্বাচন করবেন ৭জন। তারা হলেন, আনিছুর রহমান, মোস্তাফিজুল আলম, জাহিদ ইকবাল নোমান মাস্টার, রহিদুল ইসলাম, নুর-ই-আলম সিদ্দিকী, মিজানুর রহমান ও আকতারুজ্জামান।
দুড়দুড়িয়া ইউনিয়নে নির্বাচনে ৭জন প্রার্থী। তারা হলেন, আব্দুল হান্নান, আনিছুর রহমান, তোফাজ্জল হোসেন তোফা, সাইফুল ইসলাম, আজিজুল আলম মক্কেল, মাহাদুদুর রহমান পলাশ ও জালাল উদ্দিন।
অর্জুনপুর-বরমহাটী ইউনিয়ন পরিষদ ৩জন প্রতিযোগি আছেন। তারা হলেন, আব্দুস সাত্তার, আবুল কালাম আজাদ ও গোলাম মোস্তফা আসলাম।
কদিমচিলান ইউনিয়নে মাঠে আছেন ৭জন। তারা হলেনসেলিম রেজা, এসকেন্দার মির্জা, হাছান আলী, মীর আব্দুল মান্নান, আনছারুল ইসলাম, তালাস খান ও দুলাল উদ্দিন।
কয়েকজন ভোটার বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীরা এখন চা পান খাওয়ার জন্য ডাক দেয়, সালাম দেয়। কুশলাদিও জিজ্ঞেস করে, এখন আমাদের কদর বেড়েছে। সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেবেন বলে জানান তাঁরা।
দলীয় মনোনয়নের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, দলের জন্য নিবেদিত সৎ, যোগ্য, ত্যাগী নেতা-কর্মীদের অগ্রাধিকার দিয়ে মনোনয়নের ব্যাপারে সুপারিশ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব বলেন, ইউপি নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হতে পারে। উপজেলার জনসংখ্যা ২ লাখ ৭৪ হজার ৪০৫ জন (পুরুষ-১ লাখ ৩৮ হাজার ৪৫৭ জন, মহিলা- ১ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন)। ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ৫০ জন, (পুরুষ-১ লাখ ১ হাজর ৮৭১ জন, মহিলা- ১ লাখ ১৭৯ জন)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

সাম্প্রতিক মন্তব্য

Top