বড়াইগ্রামে পাঁচ ইউপিতে ১৭ জনের মনোনায়ন পত্র জমা
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে ১১ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। রবিবার জমা দেওয়ার শেষ দিনে এই মনোনায়ন জমা দেওয়া হয়। এর মধ্যে ৫ জন আওয়ামীলীগ মনোনিত, আওয়ামীলীগের বিদ্রোহী ৯জন, জাতীয় পার্টির ও জাসদ ১জন করে এবং সতন্ত্র ১জন মনোনায়ন ফরম জমা দিয়েছেন।
উপজলা রিটানিং অফিসার হাসিবুল হাসান বলেন, উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত আব্দুল মমিন আলী, সতন্ত্র এসএম মাসুদ রানা মান্নান, ইলিয়াস পারভেজ, জোনাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত তোজাম্মেল হক, সতন্ত্র আবুল কালাম আজাদ, নগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নিলুফার ইয়াসমিন ডালু, সতন্ত্র সামসুজ্জোহা সাহেব, নুপুর আক্তার, ইয়াসিন আলী, জাসদ মনোনিত আবুল হাসেম ভান্ডারী, গোপালপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সতন্ত্র আব্দুস সালাম, জাতীয় পার্টি নাজমুল হক খান এবং চান্দাই ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত শাহনাজ পারভীন, সতন্ত্র আনিসুর রহমান , এসএম মেহেদী পারভেজ মনোনায়ন জমা দিয়েছেন।
উপজেলা আওয়ামীলীগ সুত্রে জানাযায়, এসএম মাসুদ রানা মান্নান বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইলিয়াস পারভেজ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, আবুল কালাম আজাদ জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা সাহেব, ইয়াসিন আলী নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম মেহেদী পারভেজ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, বিদ্রোহী প্রার্থীদের মনোনায়ন প্রত্যাহারের জন্য বলা হয়েছে। তারা প্রত্যাহার না করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
সাম্প্রতিক মন্তব্য