logo
news image

বাঘায় ইয়াবাসহ এক যুবক আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর বাঘায় ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিব (২১) নামের এক যুবককে  আটক করেছে বাঘা থানা পুলিশ। সে পার্শ্ববর্তী চারঘাট উপজেলার তালতলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। 
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আঃ কুদ্দুস সঙ্গীয় ফোর্স  নিয়ে উপজেলার মহদিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার আমিরুল ইসলামের বাড়ীর সামনে থেকে ৪শত পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান,আটক শাকিবের বিরুদ্ধে  মাদক দ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য