logo
news image

প্রধানমন্ত্রীর জম্মদিনে ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিনে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে। উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে প্রায় দুই শতাধীক ফুটবল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মিলানায়তনে প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিকে সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আতিকুর রহমান মাষ্টার প্রমূখ।
ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। সেই ঘোষনা স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন খেলার মাঠের খেলোয়ারদের মাঝে ফুলবল বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top