প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
লালপুর (নাটোর) প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ২০২১) জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপাধ্যক্ষ বাবুল আকতার, প্রভাষক আমজাদ হোসেন, বদিউর রহমান বদর, সাইফুল ইসলাম, কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য