logo
news image

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পরম শ্রদ্ধা ও ভালবাসায় ঈশ্বরদীতে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তরুণ প্রজন্ম ঈশ্বরদী ইউনিভার্সিটি এন্ড কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঈশ্বরদী ডাল গবেষণা অডিটোরিয়মে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটে শুভ জন্মদিন পালন করেন।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিফ সালেহীন বিশাল। মূল আলোচক ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু। সঞ্চালনা করেন প্রকৌশলী ইফতে খাইরুল আলম ইমন।

অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির মো: আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের. পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিম্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুব্রত বিশ্বাস, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক মতিয়র রহমান,  ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ মহসিন, কোষাধ্যক্ষ ও স্বাকাল বাংলার সম্পাদক মিশুক প্রধান, সাংগঠনিক সম্পাদক ও পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি সহকারী অধ্যাপক আলমাস আলী, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার প্রতিনিধি আক্তারুজ্জামান মিরু, সাংবাদিক ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু, দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, সাংবাদিক রাসেল আলীসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি জামসেদ আলী সরকার। প্রধান অতিথি ছিলেন সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

সাম্প্রতিক মন্তব্য