logo
news image

স্বরাস্ট্র মন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা সংস্থার প্রতিনিধি দলের রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’র নেতৃত্বে সরকারের নিরাপত্তা সংস্থার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে দুটি হেলিকপ্টারযোগে এই প্রতিনিধি দল ঈশ্বরদী আসেন। নিউক্লিয়ার পাওয়ার গ্রীড কোম্পানীর উপদেষ্টা ড. রবীন্দ্রনাথ সরকার পরিদর্শনের খবর নিশ্চিত করেছেন।


প্রতিনিধিদল প্রকল্পের কাজের অগ্রগতি এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত সমন্বিত বৈঠকে অংশগ্রহন করেন।

প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী পরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার লেফটেনেট জেনারেল ওয়াকার-উজ-জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল টি এম জুবায়ের, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের কর্ণেল ষ্টাফ কর্ণেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন প্রমূখ।

পরিদর্শন শেষে প্রতিনিধিদল বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে গেছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top