logo
news image

ট্রেনের মধ্যেই বাচ্চা প্রসব

লালপুর (নাটোর) প্রতিনিধি
এক প্রসূতি নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব করাবেন। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রওনা হন তিনি। ট্রেনের মধ্যেই প্রসব বেদনা ওঠে। ট্রেনের মধ্যেই ফুটফুটে বাচ্চার জন্ম দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২১) রাত সাড়ে নয়টার দিকে নাটোরের লালপুরের আব্দুলপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার দৌলতপুরের প্রসূতির নাম সাবিনা ইয়াসমিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মা ও সন্তান সুস্থ আছেন।
জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরের ওই প্রসূতি রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ‘ছ’ বগিতে ওঠেন। এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন।
তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।
রাজশাহী স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিম বলেন, সাগরদারি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে রেখেছিলাম।
রাজশাহী রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর ইসলাম বলেন, সন্তান প্রসবের পর রাত সাড়ে দশটার দিকে সন্তানসহ তিনি রাজশাহী স্টেশনে এসে পৌঁছান। পরে তাকে রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মো. বেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে তাদেরকে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। মা ও শিশু দুজই সুস্থ আছে।

সাম্প্রতিক মন্তব্য

Top