ইমো হ্যাকিং চক্রের দৌরাত্মে উদ্বিগ্ন প্রশাসন
লালপুর (নাটোর) প্রতিনিধি
ইমো হ্যাকিং করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের দৌরাত্মে উদ্বিগ্ন প্রশাসন। সোমবার (১৩ সেপ্টেম্বর ২০২১) নাটোরের লালপুরে উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় এ বিষয়ে বিস্তারিত হয়। প্রতারণা চক্র শনাক্ত করে মূল উৎপাটন ও ভুক্তভোগীদের সচেতনতায় কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, আব্দুস সাত্তার প্রমুখ।
সভায় ইমো হ্যাকার, বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণে আলোচনা হয়।
আলোচনায় বলা হয়, ডিজিটাল প্রতারণার একাধিক চক্র গড়ে উঠেছে নাটোরের লালপুরে। সামাজিক যোগাযোগ অ্যাপ ইমোর অ্যাকাউন্ট হ্যাক করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাঙালিদের ব্যক্তিগত অ্যাকাউন্টে আড়ি পেতে বছরে প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে লালপুরের প্রতারণা চক্রটি।
জানা গেছে, লালপুরের কোন ব্যক্তির মাধ্যমে ২০১৮ সালে দেশের ইমো অ্যাপে ডিজিটাল প্রতারণা চক্রের উৎপত্তি হয়।
সাম্প্রতিক মন্তব্য