বড়াইগ্রামে বঙ্গবন্ধুর মৃত্যু বাষির্কী পালন
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত তার পরিবারের সদস্যে স্মরণে এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আ’লীগের আঞ্চলিক কার্যালয়ে বনপাড়া পৌর যুবলীগ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপজেলা আ’লীগের আঞ্চলিক কার্যালয়ে পৌর যুবলীগের সভাপতি জাকির সরকারের সভাপতিত্বে সম্পাদক নাহিদ পারভেজ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রবীন আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, পৌর আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ইছাহক আলী, নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলী মিঠু, মাঝগাও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী আওয়ামী যুবলীগকে আরো সু-সংগঠিত হয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকের যুবলীগ আগামীর দৃঢ় নেতৃত্ব বলে বিশ্বাস করি।
আলোচনা শেষে ১৫ ও ২১ শে আগষ্ট এ সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক মন্তব্য