logo
news image

ঈশ্বরদীতে রাত্রিকালীন যাত্রীবাহী ক্ষুদ্র যান চালকদের সাথে পুলিশের সচেতনতা মূলক সভা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে রাত্রিকালীন যাত্রীবাহী ক্ষুদ্র যান চালকদের সাথে পুলিশের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) রাত সাড়ে দশটায়  ঈশ্বরদী বাস টার্মিনালে ঈশ্বরদীসহ আশপাশের এলাকায় রাতের বেলা রিক্সা, ভ্যান, ইজিবাইক ও সিএনজি চালকদের নিয়ে সচেতনামূলক এই সভা অনুষ্ঠিত হয়।
 
এসব ক্ষুদ্র যান চালকদের নিজ নিজ নিরাপত্তাসহ এলাকার নিরাপত্তায় রাতের বেলা সন্দেহজনকভাবে চলাচলকারি ব্যক্তিদের প্রতিরোধে তাদের ভুমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সকল সিএনজি চালককে সতর্ক করা হয়। এছাড়াও এলাকার মাদক, জুয়া, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষন, চুরি ও ছিনতাইসহ যাবতীয় অপরাধের তথ্য তাৎক্ষনিকভাবে এলাকার সংশ্লিষ্ট বিট ও থানার ডিউটি অফিসারের নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ। এসময় অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রাত্রিকালীন রিক্সা, ভ্যান, ইজিবাইক ও সিএনজি চালকরা এসময় পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top