logo
news image

ঈশ্বরদীর সাহাপুরে ইয়াাবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবাসহ ইমন আহম্মেদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রূপপুর পুলিশ ফাঁড়ি। আটককৃত আসামী ইমন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়েনের দিয়ার সাহাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

শনিবার (২৮ শে আগস্ট) সন্ধ্যায় রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে এই  অভিযান পরিচালিত হয়। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইমনকে আটক করা হয়। এসময় শরীর তল্লাশি করে মাদকদ্রব্য ৫৫ পিস ইয়াবা উদ্ধার হয়।

ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য