logo
news image

সড়ক নির্মাণে অনিয়ম তদন্তের নির্দেশ

প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৩ আগস্ট ২০২১) বিকেলে স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে নাটোর চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ নির্দেশ প্রদান করেন। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া একই প্রতিবেদনের আলোকে আলাদা দুটি মামলা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে আদেশে। একই সঙ্গে ক্ষতির পরিমাণ নির্ধারণসহ এলজিইডি নাটোরের নির্বাহী প্রকৌশলী, লালপুর ও সিংড়া উপজেলা প্রকৌশলীকে তদন্তে সার্বিক সহায়তা প্রদান করতে বলা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত ৯ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনে সড়ক নির্মাণের নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন করা হয়েছে। জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও কর্মকর্তাদের সাক্ষাৎকার সহকারে প্রতিবেদনে প্রতীয়মান হয়েছে ঠিকাদার ইচ্ছাকৃতভাবে রাস্তার কাজে অনিয়ম ও কার্যাদেশের শর্ত ভঙ্গ করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। এজন্য আলাদাভাবে তদন্ত করে ক্ষতির পরিমাণ, জড়িতদের নাম ঠিকানা নিরূপণের প্রয়োজন। তাই বিস্তর তদন্তের জন্য পিবিআই পুলিশ সুপার নাটোরকে নির্দেশ দেন আদালত।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) লালপুর উপজেলার গোধড়া সখির মোড় থেকে গোধড়া ব্রিজ পর্যন্ত প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে।

সাম্প্রতিক মন্তব্য