logo
news image

সাবেক সাংসদ পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী

প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোর-১ আসনের সংসদ সদস্য পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১১ আগস্ট ২০২১) নাটোরের লালপুরের গৌরীপুর গ্রামের নিজ বাড়িতে মরহুমের কবর জিয়ারত, কোরআন খানি, মিলাদ-মাহফিল ও খাদ্যসামগ্রী বিরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের প্রয়াত সদস্য ফজলুর রহমান পটল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন। ১৯৯১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যোগাযোগ প্রতিমন্ত্রী হন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি কিডনী রোগে আক্রান্ত হয়ে কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে ২০১৬ সালের ১১ আগস্ট ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
গত সোমবার (৯ আগস্ট ২০২১)  মরহুম ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় নাটোরের লালপুর-বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রয়াত নেতার সহধর্মিণী কামরুন্নাহার শিরিনসহ তাঁর সন্তানদের তত্ত্বাবধায়নে উপজেলার গৌরীপুরের বাসভবন থেকে এই সেবা প্রদান করা হবে।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘যারা তরুণ আছেন, যুবক আছেন তাদের সামনে এগিয়ে আসতে হবে, তাদের সাহস নিয়ে রাজপথে আসতে হবে। রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। সেই রাজপথে আসার জন্য শক্তি সঞ্চয় করে আমাদের সামনের দিকে এগোতে হবে।’
মরহুম ফজলুর রহমান পটলের কন্যা বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের সঞ্চালনায় আলোচনা সভায় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, নাটোরের আমিনুল হক, রহিম নেওয়াজ, লালপুরের ইয়াসীর আরশাদ রাজন, হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুরের নজরুল ইসলাম মোল্লা, বাগাতিপাড়ার জামাল হোসেন, মোশাররফ হোসেন ও হাফিজুর রহমান বক্তব্য রাখেন।

সাম্প্রতিক মন্তব্য

Top