অভিমানে কিশোরীর আত্মহত্যা
প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে পারিবারিক কোলহের জেরে স্মৃতি খাতুন (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ আগস্ট ২০২১) সকাল ৮ টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মো. আমিরুল ইসলাম বলেন, সোমবার সকালে মেয়ে স্মৃতি খাতুনের সাথে মনোমালিন্যের এক পর্যায়ে বাকবিতন্ডা হয়। অভিমান করে সবার অজান্তে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে। সে নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
লালপুর থানার ওয়ালিয়া ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন তালাশ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য