মাদকসেবনের অপরাধে গ্রেপ্তার ৯
প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে মাদকসেবনের অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ আগস্ট ২০২১) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পুরাতন ঈশ্বরদী, ভাদুরবটতলাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকালে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৫ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য