জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের সভা
প্রতিনিধি, লালপুর (নাটোর)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ আগস্ট ২০২১) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, প্রভাষক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জেলা পরিষদের সদস্য বাদিউর রহমান বদর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা সম্পাদিকা কাজি আছিয়া জয়নুল বেনু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পরভীন আক্তার বানুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য