logo
news image

জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের সভা

প্রতিনিধি, লালপুর (নাটোর)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ আগস্ট ২০২১) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, প্রভাষক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জেলা পরিষদের সদস্য বাদিউর রহমান বদর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা সম্পাদিকা কাজি আছিয়া জয়নুল বেনু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পরভীন আক্তার বানুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top