logo
news image

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি, লালপুর (নাটোর)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে পালিত হয়েছে। এ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (৮ আগস্ট ২০২১) উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)  আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
আরো বক্তব্য রাখেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম খান  প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, ইস্কেদার মির্জা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, গোপালপুর পৌর আওয়ামী লীগের একাংশের  সভাপতি সাইদুর রহমান, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মানোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য ৬ জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করেন।

সাম্প্রতিক মন্তব্য