logo
news image

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে ঈশ্বরদীতে সেলাই মেশিন বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষ্যে ঈশ্বরদীতে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (৮ আগষ্ট) বঙ্গমাতার জন্মদিন পালিত হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

বিশেষ অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী
বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তুহিন, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা। সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা।

আলোচনা শেষে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য