জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার
প্রতিনিধি, লালপুর (নাটোর)
জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ আগস্ট ২০২১) আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেল-হাজতে পাঠিয়েছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সহকারী পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির, মো. আব্দুর লতিফ ও এএসআই মো. সেরাফত আলী উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালান। এ সময় জুয়ার আসর থেকে একই গ্রামের মো. রাকিব আলী (৩৫), মো. রাজন আলী (২৪), মো. রান্টু (২০), মো. নাহিদ রানা (২৫), মো. টনিক (১৯) ও মো. তরিকুলকে (২৭) গ্রেপ্তার করেন। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য