logo
news image

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

প্রতিনিধি, নাটোর (লালপুর):
মাদক ব্যবসায়ী, চুরি ও চাঁদাবাজি মামলার ৭ আসামি গ্রেপ্তার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (৪ আগস্ট ২০২১) রাতভর বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জোকাদহ, পুরাতন ঈশ্বরদীর ভাদুর বটতলা, আমবাগান এলাকায় থেকে  মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতরা হলেন, পাবনার আমিনপুরের শিবপুর গ্রামের তুষ্ট শেখের ছেলে গোলাম রসুল (৪০), ঈশ্বরদীর ভেলুপাড়া গ্রামের সানাউল্লাহ শেখের ছেলে আসাদুল (৩২), ধাপাড়ি মাঝদিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে সাব্বির আহমেদ শুভ (১৬), পেয়ারখালি গ্রামের রবি শেখের ছেলে আইনাল শেখ (২৪), লালপুরের পোকান্দা ফরাজিপাড়া গ্রামের মৃত মান্নানের ছেলে বাবু (৩৪), নুরুল্লাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু সইদ টুটুল (৩২) ও পুরাতন ঈশ্বরদীর আব্দুস সাত্তারের ছেলে সোহেল রানা কালু (৩২)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা চাদাবাজি, চুরি ও মাদক সেবন, মাদক  ব্যবসার সাথে জড়িত। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য