এক নারীর ২ লাখ টাকা জরিমানা
প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে এক নারীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ আগস্ট ২০২১) দিবাগত রাতে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী, কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালান।
এ সময় ১২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০০ কেজি চিনি, ৩ কেজি কাপড়ের রং, ৪৭ কেজি আটাসহ ওই গ্রামের তুহিনের মেয়ে মোছা. নাজমা বেগমকে (৩৫) আটক করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ, বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ উপাদান মিশ্রণের অপরাধে নাজমা বেগমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত চিনি ও আটা নিলামে বিক্রি করে অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে। অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য