জুয়া খেলার অপরাধে আটক ৩
প্রতিনিধি, লালপুর (নাটোর)
জুয়া খেলার অপরাধে নাটোরের লালপুরে ৩ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৩ আগস্ট ২০২১) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তিনি ও কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালান।
জুয়া খেলার সময় ওই গ্রামের মো. সেলিম ইসলামের ছেলে মো. রানা ইসলাম (২১), আজগর আলীর ছেলে মো. নাজমুল ইসলাম (২০) ও মো. আসাদুল আলীর ছেলে মো. শাকিল আহমেদকে (১৯) আটক করা হয়। আরো ৪/৫ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২ হাজার ৪৮০ টাকা, ৪ টি মোবইলসহ খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (৪ আগস্ট ২০২১) আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য