logo
news image

অসুস্থদের দেখতে বিএনপি নেতৃবৃন্দ

প্রতিনিধি, লালপুর (নাটোর)
অসুস্থ নেতাদের দেখতে গেলেন বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ আগস্ট ২০২১) দুই নেতার বাড়িতে তারা যান।
গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও গোপালপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম মোলাম করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন এবং লালপুর উপজেলা মৎসজীবি দলের আহবায়ক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন আলী বেশ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে আছেন।
তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান লালপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা বিএনপি’র সদস্য হারুনর রশিদ পাপ্পু।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, গোপালপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সোহেল রানা, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, লালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশিকুর রহমান মুক্তি, ২নং ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top