স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনের জরিমানা
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে লকডাউনে সরকারী আদেশ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ আগস্ট ২০২১) লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতায় করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে সরকারি বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।
সাম্প্রতিক মন্তব্য