পুলিশ হেফাজতে পলাতক চোর ফের আটক
প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে হাতকড়া থেকে চম্পট আন্তজেলা অটোভ্যান চোর হেফাজত থেকে পালানো মনিরুল ইসলামকে (২২) পূণরায় আটক করেছে পুলিশ। তিনি হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যান। এ ঘটনায় দুই পুলিশকে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) বিকেলে নাটোর কোর্ট হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান শুক্রবার (৩০ জুলাই ২০২১) সকালে বলেন, নাটোর জেলা পুলিশের যৌথ অভিযানে বাগাতিপাড়ার তার বাড়ির এলাকা থেকে আটক করা হয়।
গত বুধবার আন্তজেলা অটোরিকশা ও ভ্যান চোর চক্রের ছয় সদস্যকে লালপুর, বাঘা ও বাগাতিপাড়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার আব্দুলপুরের সোভ এলাকায় অভিযান চালিয়ে বাগাতিপাড়ার মাছিমপুর গ্রামের আবদুল গাফফারের ছেলে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে থানার পিকআপ গাড়িতে সাতজন আসামিকে নাটোর কোর্ট হাজতে নেওয়ার সময় পাহারায় নিয়োজিত ছিলেন লালপুর থানার পুলিশ কনস্টেবল রায়হান হোসেন (কং/৬৮৯) ও আকরাম হোসেন (কং/৬০২)। পিকআপ চালক ছিলেন, মো. আসলাম (কং/১৪৯)। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাড়ি থেকে তাঁদের নামিয়ে কোর্ট হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ সময় মনিরুল ইসলাম হাতকড়া থেকে কৌশলে নিজের হাত বের করে পালিয়ে যান।
দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে কোর্ট হাজতখানার সামনে এসে আসামিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়।
পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য র্যাব, থানা-পুলিশ, কোর্ট পুলিশ ও গোয়েন্দা পুলিশ একযোগে অভিযান শুরু করে। শুক্রবার সকালে তাকে পূণরায় আটক করা হয়।
পাহারায় নিয়োজিত ছিলেন লালপুর থানার পুলিশ কনস্টেবল রায়হান হোসেন ও আকরাম হোসেনকে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য