আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচী শুরু
প্রতিনিধি, নাটোর (লালপুর)
শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগ।
রোববার (১ আগস্ট ২০২১) প্রথম দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোকাবহ আগস্টের ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচীর সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপাধাক্ষ্য বাবুল আক্তার, অধ্যাপক আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপনসহ সহযোগী সংগঠনের নেতারা।
সাম্প্রতিক মন্তব্য