logo
news image

সাঁড়ার সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেনের মৃত্যুতে এমপি নূরুজ্জামান বিশ্বাসের শোক

শ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সাঁড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও ঈশ্বরদী  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জার্জিস হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
এক শোকবার্তায় এমপি বিশ্বাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন, তাঁর মৃত্যুতে এ অঞ্চলের সুষ্ঠু ধারার রাজনীতিতে এক বড় ধরনের শুন্যতা সৃষ্টি হলো।  খোদা যেন তার পরিবার-পরিজনদের এই শোক সইবার ও ধৈর্য ধারনের তৌফিক দান করেন। আমিন।
প্রসঙ্গত: জার্জিস হোসেন করেনা উপসর্গ নিয়ে মঙ্গলবার ৩.১৫ মিনিটে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সাম্প্রতিক মন্তব্য