লালপুরে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে র্যাব
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে বিভিন্ন অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৫ জুলাই ২০২১) দিবাগত মাঝ রাতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সিরাজিপুর চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী ও কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সিরাজিপুর চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে হাসুয়া, চাকু, চাপাতি, ক্ষুর, মোবাইল ও নগদ ৩ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
এ সময় উপজেলার বিলমাড়িয়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. আনিছুর রহমান আনিছ (৪০), নওপাড়ার মো. ফজলুর রহমানের ছেলে মো. রাসেল আহমেদ (২৩), মোঃ আমির প্রামানিকের ছেলে মো. হাসিবুল ইসলাম (১৯) ও মো নাজিম উদ্দিনের ছেলে মো. আহমেদ সজলকে (২১) আটক করে র্যাব।
কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ‘পাকা বাহিনী’ নামে সন্ত্রাসী কর্মকান্ডসহ ও ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য