logo
news image

লালপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে তাস খেলার সময় উপস্থিতিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ জুলাই ২০২১) রাতে অজ্ঞাতসহ ৩৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া ও নওদাপাড়া গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. হৃদয় (১৭), মো. ছাবের আলী (১৬) ও মো. শিশির (১৭) গত শুক্রবার (২৩ জুলাই ২০২১) বিকেলে নওদাপাড়া বিদ্যালয় মাঠে বেড়াতে যায়। এ সময় সেখানে নওদাপাড়া গ্রামের মনির (৩৫), রনি (২৮), লুৎফর (২৬) ও শামীম (২৫) নামে কয়েকজন মাঠে বসে তাস খেলছিল। অযাচিত উপস্থিতিতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা ডাঙ্গাপাড়ার ছেলেদেরকে চড়থাপ্পড় মারে।
এ ঘটনার জের ধরে শনিবার (২৪ জুলাই ২০২১) বিকেলে প্রতিশোধ নিতে ডাঙ্গাপাড়ার দেড় শতাধিক লোক লাঠিসোঠা নিয়ে হাপানিয়া মোড় নামক স্থানে অবস্থান নেয়। অপরদিকে নওদাপাড়া গ্রামের শতাধিক লোক লাঠিসোটা নিয়ে মুখোমুখি আক্রমণের জন্য অবস্থান নেয়। এক পর্যায়ে হাপানিয়া মোড়ের আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষুব্ধ লোকজন ভাংচুর ও মারপিট করে। রোববার (২৫ জুলাই ২০২১) সকালে ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, বাসার ও জিয়াকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জিল্লুর রহমানকে কুষ্টিয়ায় ভর্তি করা হয়। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, তিনিসহ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল আলম (বড়াইগ্রাম সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য