লালপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন।
মঙ্গলবার (২৭ জুলাই ২০২১) লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাটোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমানের মতির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল সাফী টুকু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল আলম, মিজানুর রহমান, মজিবর রহমান, শহিদুল ইসলাম সইজুদ্দি, জয়নাল আবেদীনসহ দলীয় নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালপুর কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক মন্তব্য