logo
news image

পোলাও-মাংস খাওয়ালো অগ্রসর ঈশ্বরদী

নিজস্ব প্রতিবেদক।।
করোনার লকডাউনে অসহায় গরীব-নিরন্ন ১৫০ জন মানুষের হাতে উন্নতমানের খাবার 'পোলাও-মাংস' তুলে দেওয়া হয়। ঈদুল আজহার আনন্দ উপলক্ষে রোববার (২৫ জুলাই ২০২১) রাতে খাবার বিতরণের দশম কার্যদিবসে 'অগ্রসর ঈশ্বরদী' পক্ষ থেকে এই খাবার বিতরণ করা হয়।
শহরে রেলওয়ে বুকিং কাউন্টার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, নওগাঁয় কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ঈশ্বরদীর সন্তান সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বররদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, দৈনিক বীর বাংলা পত্রিকার সম্পাদক ওহেদুজ্জামান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক মহিদুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, রেলওয়ে পোষ্য সোসাইটি পাকশীর নেতা মোস্তাফিজুর রহমান লিটন, সাংস্কৃতিক সংগঠক মিজানুর রহমান মিন্টু, নায়েব আলী, শহীদ মন্ডল, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ঈশ্বরদীর সন্তান আসিফ সালেহীন বিশাল, খোন্দকার সাজিদ মাহমুদ মিথুন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুসরাত জাহান শামান্তা, অনিমা খানসহ অগ্রসরের অসংখ্য শুভার্থী।

সাম্প্রতিক মন্তব্য

Top