logo
news image

লালপুরে ১ লাখ মাস্ক ও ওষুধ বিতরণ

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় এক লাখ মাস্ক ও করোনা রোগের ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই ২০২১) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের হাতে এসব সামগ্রী তুলে দেন।
ওষুধের মধ্যে রয়েছে, ওরস্যালাইন, ডিপাইরিন, এজো-৫০০, স্ক্যাবো-১২, সিটিজেড এবং স্ক্যাবো-৬। এসব ওষুধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অসহায় ও গরীব রোগীদের মধ্যে বিতরণ করা হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্তমানবতার সেবায় এ উদ্যোগ গ্রহণ করেছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top