logo
news image

লালপুরে ৯ জনের জরিমানা

প্রতিনিধি, নাটোর (লালপুর)
ঈদ পরবর্তী কঠোর লকডাউনের প্রথম দিনে নাটোরের লালপুরে সরকারী আদেশ প্রতিপালন না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ টি মামলায় ৯ জনকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
করোনা ভাইরাসের সংক্রমন হ্রাসে শুক্রবার (২৩ জুলাই ২০২১) লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে সরকারি  বিধিনিষেধ কার্যকর করার লক্ষে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। বের হলে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন। করোনা ঝুঁকি এড়াতে ও লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যহত থাকবে।
সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করছেন। এ সময় বিভিন্ন মোড়ে পুলিশ বাহিনীর কঠোর অবস্থান এবং  মাইকিং করতে দেখা গেছে।

সাম্প্রতিক মন্তব্য