logo
news image

ঈশ্বরদীতে পরিবহণ শ্রমিকদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন ব্যারিষ্টার জিরু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পবিত্র ঈদুল আযহাকে উপলক্ষ্যে ১০০ পরিবহণ শ্রমিককে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু।  

১৭ জুলাই (শনিবার) সকাল ১১টায় ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, ঈশ্বরদী হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ রফিকুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির আলী হিরু, ঈশ্বরদী প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেন প্রমূখ।

 ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু এসময় বলেন, ‘করোনা পরিস্থিতিতে লকডাউনে দীর্ঘদিন পরিবহণ চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। কয়েকদিন পর ঈদুল আযহা। করোনাকালে ঈদের আগে সবচেয়ে বেশী অসহায় হয়ে পড়েছেন বাস শ্রমিকরা। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, করোনা মহামারীতে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। তাঁর নির্দেশনা অনুযায়ী আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এককোটি মানুষকে ৩২০০ টাকা করে আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছেন। ইতিপূর্বেও এ প্রণোদনার অর্থ ঈশ্বরদীর মটর শ্রমিকরা যাতে পায় আমি সে ব্যবস্থা করেছিলাম। এবার ঈদেও ৩২০০ টাকার প্রণোদনা আমাদের মটর শ্রমিক ভাইরা পাবেন।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ঈশ্বরদী শাখার সভাপতি আলতাব হোসেন বলেন, কঠিন এই পরিস্থিতিতে ব্যারিষ্টার জিরু ভাই রমযানের ঈদের আগেও পরিবহণ শ্রমিকদের খাদ্যসামগ্রী দিয়েছিলেন। আবারও তিনি ঈদুল আযহার আগে আজ সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন। তাই জিরু ভাইয়ের প্রতি আমরা শ্রমিকরা কৃতজ্ঞ।’

সাম্প্রতিক মন্তব্য

Top