লালপুরে ৮ জনের জরিমানা
প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে সরকারী আদেশ প্রতিপালন না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ টি মামলায় ৮ জনকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
করোনা ভাইরাসের সংক্রমন হ্রাসে রোবাবর (১১ জুলাই ২০২১) দিনব্যাপী উপজেলার লালপুর, গোপালপুর, বিলমাড়িয়া ও ওয়ালিয়া বাজারে বিধি-নিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, লকডাউন বাস্তবায়নে তিনি ছাড়াও নাটোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ও খালিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক মন্তব্য