লালপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে হামিদুল ইসলাম (১২) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে উপজেলার বড়বাদকয়া গ্রামের মো. মফেজ উদ্দিনের ছেলে। সোমবার (১২ জুলাই ২০২১) রাত ৯টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম মায়ের কাছ থেকে টাকা চায়। টাকা দিতে রাজি না হওয়ার মায়ের উপর রাগ করে বড় ভাই আকরাম আলীর ঘরে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ঘরে ফ্যানের সাথে আত্মহত্যা করে। জন্য ঝুলতে থাকে। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজনের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য (১৩ জুলাই) মঙ্গলবার সকালে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য