logo
news image

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে বাড়ি ঘর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে বাড়ি ঘর ভাংচুর করে তিনজনকে পিটিয়ে আহত করা উভিযোগ উঠেছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার পৌরসভা রাজ্জাক মোড় এলাকার গেদু ফকির পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিরা হলে রাজ্জার মোড়ের ইসাহাক আলীর পুত্র আলেক সরদার (৪০) তার স্ত্রী সুরমা বেগম (৩০) আব্দুল মালেক পুত্র জীবন সরদার (২৬)।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুরমা বেগদ বাদী হয়ে ৮ জনের নামে বড়াইগ্রাম থানায় অভিযোগ দিয়েছেন।
সুরমা বেগম বলেন, আমার স্বামীর সাথে মৃত বছি সরদার পুত্র শামীম (৪০) জমি সংক্রান্ত বিরোদ আছে। সেই সুত্র ধরে রবিবার সকালে আমার আমার বাড়িতে শামীম, তার ভাই আব্দুর রাজ্জাক সরদার (৪৮), স্ত্রী শরীফা বেগম (৪০), ছেলে রনি সরদার (২৫)সহ ১০ থেকে ১২ জন আমার বাড়িতে হামলা করে। আমি বাধা দিলে আমাকে এলোপাথারি মারপিট করে। আমার স্বামী ও দেবরের ছেলে জীবন আমাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকে মারপিট করে। এসময় টিভি, টিনের বাক্স, আসবাবপত্র ভাঙচুর করা হয়।
শামিম সরদার বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তার বাড়িতে হামলা করা হয়নি। বরং তারাই আমাকে মারপিট করেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, সুরমা বেগম থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top