logo
news image

লালপুরে আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজ শুরু

আনোয়ারা ইমাম শেফালী :
বানেশ্বর-লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে।
প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক প্রসস্তকরণ কাজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়।
সড়কটি জেলা মহাসড়ক হতে আঞ্চলিক মহাসড়কের মানে ও প্রশস্ততায় উন্নীতকরণের মাধ্যমে রাজশাহী-নাটোর-পাবনা জেলার মধ্যবর্তী দূরত্ব হ্রাস এবং উন্নত যোগাযোগ স্থাপন প্রকল্পে ৫৫৪.৩০৪৫ কোটি টাকা ব্যয় হবে। সড়কটির মোট দৈর্ঘ্য ৫৪.৯১ কিলোমিটার। ডিসেম্বর ২০২১ সালের মধ্যে কাজ শেষ হবে।
লালপুর বাজার বণিক সমিতির সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল বলেন, এই রাস্তার উন্নয়নে তিন জেলার মানুষের ভোগান্তি শেষ হবে।
লালপুর উপজেলা ট্রাক ও পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বলেন, রাস্তাটি প্রশস্ত ও উন্নত হলে আর্থিক ও দুরত্ব সাশ্রয় হবে।
লালপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মনোয়ার হোসেন নান্টু বলেন, রাস্তার উন্নয়নে চলচলকারী যানবাহন স্বস্তি পাবে।
লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মো. সহিদুল ইসলাম বলেন, এই রাস্তার উন্নীতকরণের মাধ্যমে এলাকার সর্বস্তরের জনগণের দাবি বাস্তবে রূপ পাচ্ছে।
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের কথা ভেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রকল্পটি গ্রহণ করায় লালপুর-বাগাতিপাড়ার জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম:
সড়ক বাঁধ প্রশস্তকরণ (মাটির কাজ)-৪৫১৮৮২.৯৮ ঘ.মি; পেভমেন্ট পুন:নির্মাণ-১০.৭০ কি.মি.; বিদ্যমান পেভমেন্ট মজবুতিকরণ (৫.৫০ মি. প্রস্থ)- ২৩.৯১ কি.মি.; বিদ্যমান পেভমেন্ট মজবুতিকরণ (৫.৫০ মি. প্রস্থ*২.০০)-১.৫০ কি.মি.; বিদ্যমান পেভমেন্ট মজবুতিকরণ (৫.৫০ মি. হতে ৭.৩০ মি. প্রস্থে)-৩৮.৮১ কি.মি.; বিদ্যমান পেভমেন্ট মজবুতিকরণ (৫.৫০ মি. হতে ৭.৩০ মি. প্রস্থে)-১.৫০ কি.মি.; হার্ড সোল্ডার নির্মাণ-৪৯.৫১ কি.মি.; সার্ফেসিং (ডিবিএস বাইন্ডার ও ওয়্যারিং-৭.৩০ মি. প্রস্থে)-৪৯.৫১ কি.মি.; সার্ফেসিং (ডিবিএস ৭.৩০ প্রস্থে ২.০০)-১.৫০ কি.মি.; ইন্টারসেকশন-৩.০০ সংখ্যা; রিজিড পেভমেন্ট (হার্ড সোল্ডার)-১.৩০ কি.মি.; রিজিড পেভমেন্ট-২.৬০ কি.মি.; বাস- বে-১৮টি; আরসিসি বক্স কালভার্ট নির্মাণ (৩৬টি)-১৪৭.০০ মি.; এক্সটেনশন আরসিসি বক্স কালভার্ট নির্মাণ (১৩টি); আরসিসি ইউ- ড্রেন নির্মাণ-২৫৮০০.০০ মি.; কংক্রিট স্লোপ প্রটেকশনসহ জিও- টেক্সটাইল- ৬৮০০.০০ ব.মি.; আরসিসি প্যালাসাইডিং-৫০০০.০০ মি.; কনক্রিট টো-ওয়াল-২৮৩৫.০০ মি., সাইন, সিগন্যাল, কি.মি. পোস্ট, রোড মার্কিংসহ ইত্যাদি কাজ সম্পন্ন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top