logo
news image

অভিনেতা দিলীপ কুমার এর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমার (ইউসুফ খান) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

মন্ত্রী  এক শোকবার্তায় বর্ষীয়ান এ অভিনেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মন্ত্রী জানান, উপমহাদেশের ট্রাজেডি কিং খ্যাত  অভিনেতা তাঁর সুনিপুণ অভিনয় শৈলীর জন্য  সারাবিশ্বের চলচ্চিত্রপ্রেমী দর্শকদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবেন।

উল্লেখ্য, অভিনেতা দিলীপ কুমার (৯৮) আজ বুধবার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিল।

দিলীপ কুমার ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ ও‘পদ্মভূষণ’ খেতাব পেয়েছেন । পেয়েছেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও।

সাম্প্রতিক মন্তব্য