logo
news image

লালপুরে ৯ জনের জরিমানা

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জুলাই ২০২১) লালপুরে পরিচালিত দুটি পৃথক আদালত ৯ টি মামলায় এ জরিমানা করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট শাম্মী আক্তারের আদালত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ও সরকারী আদেশ অমান্য করায় লালপুর ও সালামপুর বাজারে  ৬ টি মামলায় ৬ ব্যক্তিকে তিন হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
অপর দিকে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ মাহমুদের ভ্রাম্যমাণ আদালত ওয়ালিয়া ও চাঁনপুর বাজারে ৩ টি মামলায় ৩ জনকে দুই হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও লালপুর থানার পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
এ দিকে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন জানান, রোববার (৪ জুলাই ২০২১)  স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত তিন হাজার ৫৭১ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ৩৬০ জনের  করোনা শনাক্ত হয়েছে। করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য