লালপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনের জরিমানা
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে আট হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই ২০২১) লালপুরে পরিচালিত দুটি পৃথক আদালত ১৬ টি মামলায় এ জরিমানা করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট শাম্মী আক্তারের আদালত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ও সরকারী আদেশ অমান্য করায় ৩ টি মামলায় দুই হাজার ২০০ টাকা জরিমানা করেন।
অপর দিকে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ মাহমুদের ভ্রাম্যমাণ আদালত ১৩ টি মামলায় ১৩ জনকে ছয় হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানার পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
সাম্প্রতিক মন্তব্য