লালপুরে চায়ের দোকানে গ্যাসের চুলা-কেটলি জব্দ
প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে লকডাউন অমান্য করে চায়ের দোকান খোলা রাখায় গ্যাসের সিলিন্ডার, চুলা ও কেটলি জব্দ করে পুলিশ। শুক্রবার (২ জুলাই ২০২১) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সিদ্দিক জানান, উপজেলার বিভিন্ন স্থানে লকডউন অমান্য করে দোকান খোলা রাখায় চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার, চুলা, কেটলি ও কড়াই জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ সময় সচেতনতা মূলক প্রচারণা ও সতর্ক করা হয়।
সাম্প্রতিক মন্তব্য