logo
news image

পাবনায় সর্বোচ্চ ঈশ্বরদীতে একদিনে ১৮৪ জন আক্রান্ত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

ঈশ্বরদীতে লাফিয়ে বাড়ছে করোনা। গত ২৪ ঘন্টায় ১৮৪ জন করােনায় আক্রান্ত হয়েছেন। এটি ঈশ্বরদী উপজেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত। পাবনা সিভিল সার্জন অফিস এটি নিশ্চিত করেছেন।

পাবনা সিভিল সার্জন অফিস জানায়, ২ জুলাই শুক্রবার পাবনা জেলায় ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঈশ্বরদীতেই ১৮৪ জন।

এদিকে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা ঈশ্বরদীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার ঈশ্বরদীতে করোনায় আক্রান্ত হয়েছিল ১৩৬ জন। একদিনের ব্যবধানে আজ ১৮৪ জন আক্রান্ত। প্রায় এক সপ্তাহ ধরে ঈশ্বরদীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যেকারণে পাবনা জেলায় ঈশ্বরদীকে এখন অনেকেই রেডজোন হিসেবে বিবেচনা করছেন।

সাম্প্রতিক মন্তব্য