logo
news image

দ্বিতীয় মেয়াদে শাবির উপাচার্য ফরিদ আহমেদ

শাবি প্রতিনিধি :
দ্বিতীয় মেয়াদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার (৩০ জুন ২০২১) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করে।
এতে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তাকে আগামী চার বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। যা বর্তমান দায়িত্ব শেষ হওয়ার পর নতুনভাবে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
দ্বিতীয় মেয়াদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সকলের সহযোগিতা নিয়ে যেভাবে বিগত বছরগুলো পার করেছি, সেভাবে আগামীতেও চলার পথে সবার সহযোগিতায় কামনা করছি। তিনি বিশ্ববিদ্যালয়টিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২১ আগস্ট এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এখনও তার চার বছর মেয়াদকাল পূর্ণ হয়নি। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সাম্প্রতিক মন্তব্য

Top