logo
news image

লালপুরে ছাগল চুরির অভিযোগে দুই নারী আটক

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে ছাগল চুরির অপরাধে দুই নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই ২০২১) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাতজে পাঠানো হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের মোছা. লাভলী বেগমের একটি ছাগল বুধবার (৩০ জুন ২০২১) বিকেল বেলায় বাড়ি থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে ছাগলটি উদ্ধার করে। এ সময় চুরির অভিযোগে একই গ্রামের সোনা উল্লার স্ত্রী ফিরোজা বেগম (৪৫) ও আক্কাস আলীর স্ত্রী লাভলী বেগমকে (২৫) আটক করে।  
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য